ভারতকে যদি কেউ হারাতে পারে তাহলে সেটা বাংলাদেশ : পাপন

  03-11-2019 10:16PM

পিএনএস ডেস্ক : আইসিসির নিষেধাজ্ঞার কারণে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই দলে, নেই তামিম ইকবালের মতো পরিক্ষিত ওপেনার। ইনজুরির কারণে ছিটকে পড়েন ব্যাটিং-বোলিংয়ে দুর্দান্ত খেলা সাইফউদ্দিন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জন্য সেরা ১১জন বাছাই করা অনেক কষ্টসাধ্যও ছিল বটে। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন শোনালেন আশার বাণী। তিনি বলেন, ‘ভারতকে যদি কেউ হারাতে পারে সেটা বাংলাদেশ।’

আজ রোববার বিকেলে ভারত-বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে এই কথা বলেন পাপন। ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য তিনি এসেছেন নয়াদিল্লিতে। ম্যাচ শুরুর আগে পাপন নিজের কনফিডেন্সের কথা দূঢ়তার সঙ্গে বলেন।

বিসিবি সভাপতির মতে, ‘ভারত অনেক শক্তিশালী দল সবাই জানে। আমাদের চেয়ে শক্তিশালী তো বটেই। ভারতে এসে ভারতকে হারানো অলমোস্ট ইম্পসিবল। কারণ আমরা বিগত খেলাও যদি দেখি অস্ট্রেলিয়া , দক্ষিণ আফ্রিকা বড় বড় দলগুলো ওরা এসেও হিমসিম খেয়েছে। ওরা দাঁড়াতেও পারেনি। কিন্তু একটা কথাও বলি ওদের দেশে এসে যদি কেউ ওদের হারাতে পারে সেটা বাংলাদেশ।‘

নয়াদিল্লির দূষণ নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি। তিনি জানান বিসিসিআইয়ের সঙ্গে তিনি বসেও ছিলেন পরিস্থিতি নিয়ে। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি বলেন,

‘বিমানবন্দরে নামার পরে আমি তো বিশ্বাসই করতে পারিনি। বিমানবন্দরের ভেতরেই তো স্মুগ দেখলাম। এটা তো কুয়াশা না স্মুগ। কাল দলের সঙ্গে বসলাম। আজ সকালে উঠে প্রথমেই বাইরে আসলাম, আরও খারাপ। এত খারাপ কল্পনাই করা যায় না। তখন থেকেই বলছি এখানে কীভাবে খেলা হবে। বল দেখবে কীভাবে। আমরা তো কিছুই দেখতে পারছি না। এটাই আসলে একটা বাস্তবতা।‘

পিএনএস/মো. শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন