পাকিস্তানের মাঠে বাংলাদেশের নারী দলের ঐতিহাসিক জয়

  04-11-2019 07:49PM

পিএনএস ডেস্ক : দুই দিনের ব্যবধানে ‍দুটি সুখবর পেল বাংলাদেশ। এশিয়ার দুই পরাশক্তি দল ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ভারতকে টি-টোয়েন্টিতে প্রথম পরাজিত করে টাইগাররা। অন্যদিকে পাকিস্তানের মাঠে প্রথম ওয়ানডে জয় পেয়েছে বাংলাদেশ নারী দল।

রোববার নয়াদিল্লিতে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলকে ৭ উইকেটে পরাজিত করেন মুশফিক-বিপ্লবরা।

একদিনের ব্যবধানে লাহোরে পাকিস্তান নারী দলকে ১ উইকেটে হারায় রুমানা আহমেদের নেতৃত্বাধীন দল।

সোমবার লাহোরে অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ম্যাচে এক উইকেটের নাটকীয় জয়ে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতায় ফেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রুমানা ও সালমা খাতুনের বোলিং তোপের মুখে পড়ে ৪৮.৪ ওভারে ২১০ রানে অলআউট হয় পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন ওপেনার নাহিদা খান। এছাড়া ৩৬ ও ৩৪ রান করে করেন আলিয়া রিয়াজ ও অধিনায়ক বিসমাহ মারুফ। বাংলাদেশ দলের হয়ে রুমানা তিন আর সালমা দুই উইকেট শিকার করেন।

টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে এক বল হাতে রেখে ১ উইকেটে জয় পায় বাংলাদেশ। দলের জয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ফারজানা হক। এছাড়া ৪৪ রান করেন ওপেনার মুরশিদা খাতুন।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন