সাকিবকে কি বললেন আশরাফুল!

  05-11-2019 03:44PM

পিএনএস ডেস্ক : কয়েকদিন আগে আইসিসি কর্তৃক বিশ্বেসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার ঘটনায় ক্রিকেটবিশ্বে তোলপাড় পড়ে গিয়েছিল। তখন বাংলাদেশের ক্রিকেটের কলঙ্কিত নাম মোহাম্মদ আশরাফুল খোলাখুলিই বলেছিলেন, সাকিব তো ফিক্সিং করেনি। তথ্য গোপন করে ভুল করেছে; আর আমি সরাসরি ফিক্সিংয়ে জড়িত ছিলাম'। বাংলাদেশের এই পতিত তারকা জানেন, নিষেধাজ্ঞার সময় কতটা দুঃসহ যন্ত্রণায় কাটে। তার ধারণা, জাতীয় দল যখন ভারত সফরে আছে তখন নিষিদ্ধ থাকা সাকিবেরও এমনই লাগছে।

তবে এই যন্ত্রণা সাকিব সহজেই কাটিয়ে উঠবে বলে মনে করেন একসময়ের 'লিটল মাস্টার'। একটু ব্যখ্যা করে আশরাফুল বলেন, 'সে স্মার্ট খেলোয়াড়। এ ধরনের পরিস্থিতি আমার চেয়ে ভালো সামলাতে পারবে। পরিবার তার পাশে আছে। এ পরিস্থিতিতে তাদের সাহায্য পাবে। আমি নিষেধাজ্ঞার সময় অবিবাহিত ছিলাম। তাই তেমন পারিবারিক সমর্থন পাইনি। মন-মানসিকতা ভালো রাখতে সাকিব তার পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবে।'

এই বয়সে এসে ঘরোয়া লিগেও বলার মতো পারফর্মেন্স নেই আশরাফুলের। তবুও তিনি স্বপ্ন দেখেন অন্তত টেস্ট ফরম্যাটে জাতীয় দলে ফেরার। সাবেক এইঅধিনায়ক আর একবারের জন্য হলেও প্রতিনিধিত্ব করতে চান জাতীয় দলের। অ্যাশ বলেন, 'গত সপ্তাহে আমি জাতীয় লিগে অপরাজিত সেঞ্চুরি করেছি। আমাকে আরও ভালো করতে হবে। আমি সব সংস্করণে খেলতে চাইলেও সম্ভবত টেস্টে ফেরার ভালো সুযোগ আছে।'

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন