জর্ডানকে রুখে ভুটানের কাছে পরাজয়!

  10-11-2019 11:46PM


পিএনএস ডেস্ক: শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পেল এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের পরের রাউন্ডে উঠার সম্ভাবনা বেঁচে থাকতো বাংলাদেশের। প্রতিপক্ষ ভুটান ছিল বলে ফুটবলামোদীদের প্রত্যাশাও ছিল বড় ব্যবধানে জয়ের।

আগের ম্যাচে শক্তিশালী জর্ডানকে ১-১ গোলে রুখে দেয়া দলটি নিয়ে এমন প্রত্যাশা বাড়াবাড়িও ছিল না। কিন্তু এমন ম্যাচে বাংলাদেশ হেরেই গেলো ভুটানের কাছে! রোববার রাতে বাহরাইনের পানামা খলিফা স্পোর্টস সিটি স্টেডিয়ামে বাংলাদেশকে ২-১ গোলে হারিয়েছে ভুটান।

জর্ডানের বিরুদ্ধে ড্রয়ের নায়ক ইয়াছিন আরাফাত এ ম্যাচেও করলেন দারুণ এক গোল। বাংলাদেশ দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে ১-০ গোলে এগিয়ে। অথচ ভুটান কিনা ভোজবাজির মতো সব বদলে দিলো শেষ ৩৫ মিনিটে।

৬৫ মিনিটে সমতা আনে ভুটান। ৯০ মিনিটেও ১-১। কিন্ত ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় ভুটানিজরা।

ড্র হলেও চার দলের মধ্যে তৃতীয় হয়ে মিশন শেষ করতে পারতো বাংলাদেশের যুবারা। এখন অবস্থান সবার শেষে। বাংলাদেশ প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরছিল স্বাগতিক বাহরাইনের কাছে।

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন