জয়ের সুযোগ ছিল, হারিয়েছি: মাহমুদউল্লাহ

  11-11-2019 10:46AM

পিএনএস ডেস্ক:তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩০ রানে হেরে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছে বাংলাদেশ। রোহিত শর্মাদের করা ১৭৪ রানের জবাবে ৪ বল বাকি থাকতে ১৪৪ রান তুলে শেষ হয় টাইগারদের ইনিংস। ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মেনে নিয়েছেন, ম্যাচটি জয়ের সুযোগ ছিল তার দলের। কিন্তু সে সুযোগটি নিতে পারেননি তারা।

রোববার (১০ নভেম্বর) পুরস্কার বিতরণী মঞ্চে তিনি বলেন, নাইম ও মিঠুন যেভাবে জুটি গড়েছিল, আমাদের সত্যিই দারুণ সুযোগ ছিল। কিন্তু আমরা দ্রুত উইকেট হারিয়েছি, যা আমাদের হাত থেকে ম্যাচটা নিয়ে গিয়েছে। এক পর্যায়ে ৫ ওভারে ৪৯ করতে হতো। আমাদের তখনও সুযোগ ছিল, কিন্তু আমরা তা হারিয়েছি। ছেলেরা মাঠে যে চেষ্টাটা করেছে তা সত্যিই প্রশংসনীয়।

এ সময় তরুণ নাইম শেখের প্রশংসা করে টাইগার অধিনায়ক বলেন, আমি মনে করি নাইম খুবই প্রতিভাবান একজন ব্যাটসম্যান। সে যেভাবে তার ইনিংসটা সাজালো। খুবই শান্ত এবং সুস্থির থেকে। এছাড়া বোলিংয়ে আমাদের তিন পেসারই পরিকল্পনা মোতাবেক বোলিং করেছে। পুরো সিরিজেই তারা দুর্দান্ত করেছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন