আইসিসির র‌্যাংকিং তালিকায় নেই সাকিব!

  11-11-2019 05:32PM

পিএনএস ডেস্ক : ভারত সফরে যাওয়ার আগেই নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এর কয়েকদিন পর টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) র‌্যাংকিং প্রকাশ করেছে। সবশেষ র‌্যাংকিংয়ের তিন ক্যাটাগরিরে কোথাও রাখা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।

ব্যাটসম্যান, বোলার কিংবা অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষ একশ জনের তালিকায় নেই সদ্য নিষিদ্ধ হওয়া এ ক্রিকেটার। সাকিবকে ছাড়াই ভারতের মাটিতে সিরিজ হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে হারে সফরকারীরা।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে পাকিস্তানের বাবর আজম। দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার দলপতি অ্যারন ফিঞ্চ আর তিনে উঠেছেন ডেভিড মালান।

কলিন মুনরো চারে, সাময়িক বিরতিতে যাওয়া অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল আছে পাঁচে। আফগান তারকা হযরতউল্লাহ জাজাই আছেন ছয়ে, ভারতের বদলি দলপতি রোহিত শর্মা সাতে, লোকেশ রাহুল আটে, কিউই তারকা মার্টিন গাপটিল নয়ে আর ইংল্যান্ডের ইয়ন মরগান দশে অবস্থান করছেন।

বোলারদের ক্ষেত্রে কোন পরিবর্তন নেই। আফগান দলপতি রশিদ খান আছেন এক নম্বরে। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে মিচেল স্যান্টনার, ইমাদ ওয়াসিম, অ্যাডাম জাম্পা এবং শাদাব খান।

এছাড়া সাকিবের নাম লিস্টে না রাখায় অলরাউন্ডার ক্যাটাগরিতে শীর্ষে স্থানে উঠে এসেছেন আফগান তারকা মোহাম্মদ নবী। দুই থেকে পাঁচে আছেন যথাক্রমে গ্লেন ম্যাক্সওয়েল, রিচার্ড বেরিংটন, মাহমুদউল্লাহ রিয়াদ এবং শন উইলিয়ামস।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন