মোস্তাফিজকে যে পরামর্শ দিলেন ইরফান!

  13-11-2019 02:58PM

পিএনএস ডেস্ক : ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৯২ রান দিয়েছেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তার বিনিময়ে উইকেট পাননি একটিও। আগামীকাল বৃহস্পতিবার তাদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবেন মোস্তাফিজ। তাই টেস্টে নামার আগে তাঁকে কিছু পরামর্শ দিলেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান।

ইরফান পাঠান মনে করেন, ‘মোস্তাফিজের বোলিং ঠিক আছে। শুধু তার লেংথে সমস্যা। তাকে ফুলার লেংথে বল করতে হবে। আপনি যদি তার ক্যারিয়ারের দিকে তাকান দেখবেন বেশিরভাগ উইকেট সে ফুলার ডেলিভারিতে পেয়েছে। কারণ এই ডেলিভারিতে তার ভ্যারিয়েশনগুলো খুব কাজে আসে।’

তিনি আরো যোগ করেন, ‘আরেকটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ হলো যে ফলো-থ্রুতে মোস্তাফিজ নিজের ভারসাম্য রাখতে পারছে না, সামনে ঝুঁকে যাচ্ছে। তার ডানহাত শরীর থেকে দূরে সরে যাচ্ছে, বিশেষ করে সে যখন ডেলিভারি দেয়। এটা নিয়ে মোস্তাফিজের আরও কাজ করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন ডানহাত ব্যাটসম্যানের দিকে ঝুঁকে না যায়। যদি মোস্তাফিজ সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারে তাহলে নিজের বোলিং আরও বেশি নিয়ন্ত্রণে আনতে পারবে।’

এ ছাড়াও বলে গতি না আনলেও সফল হওয়া যায় বলে জানালেন ইরফান। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে বাঁহাতি পেসার। ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতিতে বল করতে পারলে সেটা ঠিক আছে। তবে আমি মনে করি না সাফল্য পেতে হলে প্রতিটি পেসারকে ১৪০ বা ১৫০ কিলোমিটার গতিতে বল করতে হবে। আপনারা যদি গ্লেন ম্যাকগ্রাকে দেখেন, সে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০’র বেশি উইকেট পেয়েছে। তার বোলিং কিন্তু ১৪৫ কিলোমিটারের গতিতে ছিল না। ওয়াসিম আকরাম কিন্তু ১৫০ প্লাস গতিতে বল করেননি। কিন্তু তার বোলিংয়ে ভ্যারিয়েশন ঠিক ছিল। এটা কোনো গতির বিষয় না। বিষয়টা হলো নিজের নিয়ন্ত্রণ রেখে সঠিক জায়গায় বল ফেলা।’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন