ইউরো বাছাইয়ের সব ম্যাচ জিতে নতুন রেকর্ড ইতালির

  16-11-2019 09:52AM


পিএনএস ডেস্ক: ইউরো বাছাইয়ের সর্বশেষ ম্যাচে জয় পেয়ে টানা ১০ ম্যাচ জেতার রেকর্ড গড়ল ইতালি। গতকাল শুক্রবার বসনিয়া এন্ড হার্জেগোভিনাকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে আজ্জুরীরা।

প্রসঙ্গত, ১৯৩৮-১৯৩৯ মৌসুমের ভিতোরিও পোজ্যর ইতালির টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ড গতকাল ভাঙল রবার্তো মানচিনির দল।

এদিন ম্যাচের ২১তম মিনিটে এসেরবির গোলে এগিয়ে যায় ইতালি। এরপরে ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে। এতে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় রবার্তো মানচিনির দল।

দ্বিতীয়ার্ধের ৫২তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তি। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইতালিয়ানরা।

৯ ম্যাচের সবকটিতে জেতা ইতালির সংগ্রহ ২৭ পয়েন্ট, অবস্থান গ্রুপের শীর্ষে। এই গ্রুপ থেকে মূল পর্বে ইতালির ফিনল্যান্ড। তাদের পয়েন্ট ১৮।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন