আবারও কোচের দায়িত্বে অঁরি

  16-11-2019 12:14PM


পিএনএস ডেস্ক: ফরাসি ক্লাব মোনাকোর ডাগআউটের দায়িত্ব নিয়েছিলেন থিয়েরি অঁরি। কিন্তু ক্লাবটিতে সময়টা ভালো কাটেনি সাবেক ফরাসি স্ট্রাইকারের। তার অধীনে ক্লাবটি ২০ ম্যাচে জয় পায় মাত্র ৪ ম্যাচে। তাই নিজের প্রথম মৌসুম শেষ হওয়ার আগেই বরখাস্ত হতে হয় তাকে।

তবে এবার নতুন আরেক ঠিকানার দায়িত্ব নিতে চলেছেন অঁরি। আর্সেনাল কিংবদন্তি প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের সকার লিগের ক্লাব মন্ট্রিয়েল ইম্পেক্টের। কানাডার ক্লাব হলেও মন্ট্রিয়েল ইম্পেক্ট খেলে মেজর সকার লিগে।

আর্সেনাল ও ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা দুই বছরের জন্য চুক্তি করেছেন মন্ট্রিয়েল ইম্পেক্টের সঙ্গে। ২০২২ পযর্ন্ত ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

পেশাদারি ফুটবল ছাড়ার পর বেলজিয়ামে প্রধান কোচ রবার্তো মার্তিনেজের সহকারি হিসেবে দায়িত্ব পালন করেন অঁরি। মার্তিনেজ-অঁরির অধীনে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনাল খেলে ইডেন হ্যাজার্ড-ভিনসেন্ট কোম্পানিরা। এরপর ২০১৮ সালের অক্টোবরে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ক্লাব মোনাকোর দায়িত্ব নেন অঁরি।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন