কেন ভালো খেলতে পারে না টাইগাররা, প্রশ্ন পাপনের

  17-11-2019 10:21AM


পিএনএস ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১৩০ রানে হেরেছেন টাইগাররা। এমন হারের প্রতিক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আমি যেটা ভেবেছিলাম এর চেয়ে খারাপ হয়েছে। এতে কোনো সন্দেহ নেই।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লোগো উন্মোচন অনুষ্ঠানে গিয়ে তিনি এ কথা বলেন।

পাপন বলেন, একটা জিনিসে সন্দেহ নেই, ভারতের যে টেস্ট দল, এটা আমাদের তুলনায় অনেক বেশি শক্তিশালী। অনেকেই অনেক রকম কথা বলে, ঘরোয়া স্ট্রাকচার, প্লেইং কন্ডিশন, পিচ। রাজশাহী বলেন, খুলনা বলেন, বগুড়া বলেন- সব জায়গায় আমরা স্পোর্টিং উইকেট বানিয়েছি। দ্বিতীয়ত আরেকটা জিনিস কী বলছে? ঘরোয়া স্ট্রাকচার? আর কী বলে? আর কী আছে, বলেন? কেন পারি না আমরা? আর কী বাকি আছে?

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন