ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে: ডমিঙ্গো

  22-11-2019 11:45PM

পিএনএস ডেস্ক :কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের ইতিহাসের প্রথম গোলাপি বলের টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে বড় স্কোর করতে পারেনি টাইগাররা।

শুক্রবার ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় কলকাতা টেস্টের প্রথম দিনে পুরোপুরি ব্যাকফুটে বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অলআউট হয়। দিন শেষে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৭৪ রান।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, আত্মবিশ্বাসের অভাবেই ব্যাটসম্যানরা খেলতে পারেননি। ডমিঙ্গো বলেন, অবশ্যই ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসের ঘাটতি আছে। এছাড়াও বাংলাদেশের ক্রিকেটাররা এ ধনের বোলিং লাইনআপের বিপক্ষেও কোনো দিন খেলেনি। এমনকি ঘরোয়া ক্রিকেটও এ ধরনের বোলারদের মুখোমুখি হয়নি কখনো। মানসিক ও টেকনিক্যাল দিক থেকে দলের আত্মবিশ্বাসের ঘাটতি রয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন