বিপিএলে আবারও ঢাকার অধিনায়ক মাশরাফি

  01-12-2019 09:57PM

পিএনএস ডেস্ক : বিপিএলে আবারও ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের বিশেষ আসরে ঢাকা প্লাটুনকে নেতৃত্ব দেবেন দেশের অন্যতম সেরা এ অধিনায়ক।

এর আগে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরসের নেতৃত্ব দেন মাশরাফি। তার নেতৃত্বে প্রথম দুই আসরেই শিরোপা জিতে নেয় ঢাকা।

এরপর ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে মাশরাফি চলে যান তৎকালীন বিসিবি সভাপতি বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। সেই বছর মাশরাফির নেতৃত্বে শিরোপার স্বাদ পায় কুমিল্লা।

২০১৭ সালে বিপিএলের পঞ্চম আসরে মাশরাফি খেলেন রংপুর রাইডার্সের হয়ে। তার নেতৃত্বে রংপুর প্রথমবার জিতে নেয় বিপিএল শিরোপা।

বিপিএলের সবশেষ ছয় আসরের মধ্যে চার আসরে মাশরাফির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ঢাকা, কুমিল্লা ও রংপুর। বিপিএলের চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে খ্যাতি পাওয়া মাশরাফি এবার আবার ফিরেছেন সেই ঢাকায়।

ঢাকার ক্রিকেটপ্রিয় মানুষের প্রত্যাশা আবারও তাদের একটি বিপিএল ট্রফি উপহার দেবেন মাশরাফি। এবারও চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল গঠন করেছে ঢাকা। মাশরাফির নেতৃত্বাধীন ঢাকা প্লাটুনে রয়েছেন, দেশসেরা ওপেনার তামিম ইকবাল, পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি, শ্রীলংকার অন্যতম সেরা অলরাউন্ডার থিসেরা পেরেরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

ঢাকা প্লাটুন: তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদী হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান ও জাকির আলী।

বিদেশি ক্রিকেটার: শহীদ আফ্রিদি, থিসেরা পেরেরা, ওয়াহাব রিয়াজ, ররি ইভান্স, আসিফ আলি ও লুইস ক্রিস।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন