পিএসএলে নেই বাংলাদেশি, অথচ বিপিএলে আছেন ১১ পাকিস্তানি!

  07-12-2019 03:43PM

পিএনএস ডেস্ক : বিপিএলে পাকিস্তানি ক্রিকেটার থাকবে না তা কী করে হয়। প্রতিবারের মতো এবারও তার ব্যতিক্রম হয়নি। বঙ্গবন্ধু বিপিএলে এখন পর্যন্ত ১১ পাকিস্তানির দল ঠিকঠাক। অপরদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পাননি কোনো বাংলাদেশি।

শুক্রবার (৬ ডিসেম্বর) হয়ে গেল পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফট। বাংলাদেশের মোট ২৩ জন ক্রিকেটারের নাম প্লেয়ার ড্রাফটে থাকলেও তাদের প্রতি আগ্রহ দেখায়নি কোন দল।

ড্রাফটে নাম দেওয়া ২৩ বাংলাদেশি

ডায়মন্ড ক্যাটাগরি: তামিম ইকবাল, মোহাম্মদ সাইফউদ্দিন, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুস্তাফিজুর রহমান।

গোল্ড ক্যাটাগরি: আবুল হাসান রাজু, আফিফ হোসেন ধ্রুব, আল আমিন হোসেন, অলক কাপালি, আমিনুল ইসলাম বিপ্লব, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাসকিন আহমেদ।

সিলভার ক্যাটাগরি: আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, ফরহাদ রেজা, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মুক্তার আলি, মোহাম্মদ নাইম শেখ, সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফ হাসান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন