বঙ্গবন্ধু বিপিএল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

  08-12-2019 07:38PM

পিএনএস ডেস্ক : আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে উপস্থিত থেকে দেশের ঘরোয়া ক্রিকেটের জনপ্রিয় এই আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন উদ্বোধন হলেও মাঠের লড়াই শুরু হবে ১১ ডিসেম্বর থেকে।

বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) প্রতিবার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক হলেও এবার আয়োজিত হচ্ছে বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায়। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী। এ উপলক্ষে ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষণা করেছে সরকার। মুজিববর্ষ সামনে রেখে বিসিবি এবারের বিপিএল উৎসর্গ করেছে বঙ্গবন্ধুকে।

প্রধানমন্ত্রী সন্ধ্যায় মিরপুরে এলেও উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছে বিকেলেই। রাত অন্তত ১১টা পর্যন্ত উৎসবে মেতে থাকবে মিরপুর। দেশ-বিদেশি তারকারা পারফর্ম করে চলেছেন।

গান গাইবেন বাংলাদেশের সুপারস্টার মমতাজ ও জেমস। আরও গাইবেন ভারতের কৃতী শিল্পী সনু নিগম ও কৈলাশ খের। পারফর্ম করবেন বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন