সান্টোকির নো বল নিয়ে সন্দেহ প্রকাশ করলেন খোদ সিলেটের পরিচালক

  13-12-2019 02:15PM

পিএনএস ডেস্ক: বিপিএলের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে সিলেট থান্ডার পেসার ক্রিশমার সান্টোকির অস্বাভাবিক ওয়াইড ও নো বল দুটি বেশ সন্দেহের সৃষ্টি করে। টিভি দর্শক থেকে শুরু করে ক্রিকেট ধারাভাষ্যকাররাও হয়েছেন বেশ অবাক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অধিনায়ক মোসাদ্দেক এ নিয়ে মুখ না খুললেও দিন দুয়েকের ব্যবধানে দলটির পরিচালক নিজে প্রশ্ন তুলেছেন বিতর্কিত নো বল নিয়ে।

সিলেট থান্ডার ও বিসিবি পরিচালক তানজিল চৌধুরী নিজে প্রশ্ন তুলে লিখিত অভিযোগও তুলে ধরেছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের কাছে। মূলত প্লেয়ার ড্রাফট থেকেই সান্টোকি ইস্যুতে তৈরি হয়েছে সন্দেহের জাল, দলটির স্পন্সর পার্টনার হওয়া জিভানি ফুটওয়্যার বেশ চেষ্টা করে ড্রাফট থেকেই সান্টোকিকে দলে ভিড়ানোর।

যদিও শেষ মুহুর্তে তাদের চাহিদাকে প্রাধান্য না দিয়ে কেনা হয়নি ক্যারিবিয়ান এই পেসারকে। কিন্তু প্লেয়ার ড্রাফটে না কিনলেও ড্রাফটের বাইরে থেকে ঠিকই দলে নেওয়া হয় তাকে। সন্দেহ ঘনীভূত হয় আরও, আর মাঠে নেমেই যে কান্ড ঘটালেন তাতে সন্দেহ দানা বাঁধে চূড়ান্ত পর্যায়ে। এ প্রসঙ্গে দলটির পরিচালক তানজিল চৌধুরী বলেন, ‘নাইম শেখকে নেওয়ার সুযোগ ছিল আমাদের। কিন্তু তারা সোহাগ গাজি ও সান্টোকিকে দলে নেওয়ার প্রস্তাব দেয়। সেখান থেকেই তাদের আমরা সন্দেহ করি। আমি বিসিবির গভর্নিং কাউন্সিলের সদস্যদের ও বিসিবি সভাপতিকে এ বিষয়ে জানিয়ে রাখি।’

‘প্লেয়ার ড্রাফটের দিন তাদের (স্পন্সর পার্টনার) সাথে আমাদের নানা বিষয়ে মত বিরোধ দেখা যায়। দলের পরিচালক হিসেবে আমি ও কোচ সারোয়ার ইমরান কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাই কিন্তু স্পনসররা কিছু ক্রিকেটার নেওয়ার ব্যাপারে জোর দিচ্ছিলেন। কিন্তু ঠিক কি কারণে এটা আমাদের প্রশ্ন জাগায়।’

বিসিবি ক্যারিবিয়ান এই পেসারকে এখনো না ডাকায় কিছুটা অবাকও হয়েছেন তানজিল চৌধুরী, ‘সে যে নো বলটা দেয় তা বেশ সন্দেহজনক। এখনো তাকে বিসিবি ডেকে পাঠায়নি কিন্তু আমি আমার অভিযোগ জানিয়েছি। আমি প্রধান নির্বাহীকে এ ব্যাপারে অনুরোধও করেছি এবং বিসিবির দুর্নীতি দমন ইউনিটকেও পর্যবেক্ষণ করার জন্য বলেছি।’

একাদশ নির্বাচনে পরিচালকরা কোন ভূমিকা পালন করেন না তবে স্পন্সররা হস্তক্ষেপ করেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলেন তানজিল। যদিও এ ব্যাপারে কিছু জানাতে চায়নি স্পন্সর প্রতিষ্ঠান, ‘প্লেয়িং একাদশ নিয়ে আমাদের (পরিচালক) কোন ভূমিকা থাকেনা। টিম ম্যানেজমেন্ট ও কোচের উপর নির্ভর করে এটি। আমি স্পন্সরদের জিজ্ঞাসা করেছি তারা একাদশে হস্তক্ষেপ করেছে কিনা এবং তারা কিছু বলতে অস্বীকার করছে।’

‘এখন আমাদের টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলতে হবে এবং জানতে হবে একাদশে স্পন্সররা কোন জোর খাটিয়েছে কিনা সান্টোকিকে খেলানোর ব্যাপারে কারণ এটা স্পট ফিক্সিংয়ের ঈঙ্গিত দিচ্ছে।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন