শচীনকে পরামর্শ দেওয়া সেই ‘ওয়েটারের’ খোঁজ মিলেছে

  16-12-2019 03:22PM

পিএনএস ডেস্ক : চেন্নাইয়ের হোটেলে বসে যে ব্যক্তি শচীন টেন্ডুলকারকে তার এলবো গার্ড পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন, তার খোঁজ পাওয়া গেছে। নাম গুরুপ্রসাদ।

গুরুপ্রসাদের বয়স এখন ৪৬। তাজ হোটেলে বসে শচীনকে তিনি যখন পরামর্শ দেন, তখন বয়স ছিল ২৭।

নেটিজেনদের কাছে গুরুপ্রসাদের সন্ধান চেয়ে শচীন সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার লেখেন, ‘চেন্নাইয়ের তাজ করমণ্ডলে এক কর্মীর পরামর্শে এলবো গার্ড বদলে ফেলেছিলাম। তিনি কোথায় থাকেন জানা নেই। তার সঙ্গে আরেকবার দেখা করতে ইচ্ছা করে। নেটিজেন, তোমরা কি তাকে খুঁজে দিতে সাহায্য করবে?’

শচীন এটি লেখেন ভিডিওর ক্যাপশনে। সেখানে গুরুপ্রসাদকে হোটেলকর্মী উল্লেখ করলেও ভিডিওতে ওয়েটার বলেছেন।

শচীনের পোস্ট ভাইরাল হওয়ার পর গুরুপ্রসাদের ভাইপো অর্থাৎ ভাতিজা রি-টুইট করেন। ফ্রান্সে তিনি কাজ করেন। সেখানে বসে লিখেছেন, ‘আপনি যাকে খুঁজছেন তিনি আমার কাকা। তার সঙ্গে আপনার দ্বিতীয় ফ্লোরে দেখা হয়েছিল। কাকার ছবির সঙ্গে আমি আপনার অটোগ্রাফের ছবি দিয়ে দিলাম।’

শচীনের সঙ্গে দেখা হওয়ার পর গ্রুপ্রসাদ নানা উত্থান-পতনের ভেতর দিয়ে গেছেন। ২০০৩ সালে হারিয়েছেন মা-বাবাকে। সংসার চালাতে এখন শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন। শচীনের সঙ্গে সেই ঘটনা তিনি ভোলেননি। কিন্তু অবাক হয়েছেন শচীন মনে রেখেছেন বলে।

ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ড গুরুপ্রসাদের সঙ্গে কথা বলেছে। সাংবাদিক তার বাড়ি গেলে এভাবে উচ্ছ্বাস প্রকাশ করেন, ‘আমার মনে করাটা কঠিন কিছু নয়। কিন্তু শচীন মনে রেখেছেন, এটা আমার কাছে বিস্ময়ের। তিনি আমার বাড়ি এসে একবেলা খেলে আমি বেশি খুশি হব। সেটা হবে আমার জীবনের সবচেয়ে সুখের দিন।’

গুরুপ্রসাদ জানান, ২৭ বছর বয়সে ওই হোটেলে তিনি মূলত নিরাপত্তাকর্মী ছিলেন। হোটেলের ইউনিফর্ম পরায় শচীন তাকে ওয়েটার মনে করেছিলেন বলে ধারণা তার।

‘আমি টেন্ডুলকারকে সেদিন বলেছিলাম আর্ম গার্ডের কারণে ব্যাটিংয়ের সময় আপনার কনুইয়ের মুভমেন্ট আটকে যাচ্ছে। সঙ্গে সঙ্গে তিনি প্রশ্ন করেন, আমি কীভাবে এটা বুঝলাম।’

উত্তরে গুরুপ্রসাদ শচীনকে জানান, তিনি তার একনিষ্ঠ ভক্ত। প্রতিটি শটের ভিডিও অনেকবার করে দেখেন।

ওই সময় শচীন গুরুপ্রসাদকে বলেন, ‘আমি এটা পৃথিবীর কাউকেই এখনো বলিনি। শুধু আপনিই বুঝেছেন।’

কয়েক দিন বাদে শচীন ঠিকই এলবো গার্ড বদলে ফেলেন।

গুরুপ্রসাদের খোঁজ মেলার পর শচীনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য আসেনি। তার আগেই চেন্নাইয়ের স্থানীয় গণমাধ্যমে তাকে নিয়ে শুরু হয়েছে মাতামাতি। তার ভাইপো মুন জানিয়েছেন, ‘অসংখ্য’ চ্যানেলে গুরুপ্রসাদকে সাক্ষাৎকার দিতে হচ্ছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন