প্রথম দল হিসেবে ৫ লাখ রান ইংল্যান্ডের

  26-01-2020 02:49AM



পিএনএস ডেস্ক: প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান করল ইংল্যান্ড। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৯২ রান করে তারা। এর সুবাদে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রান পূর্ণ করেন ইংলিশরা।

১০২২টি টেস্ট খেলা ইংল্যান্ডের রান এখন ৫,০০,০০৬। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৩০ টেস্টে এ পর্যন্ত অজিদের সংগ্রহ ৪,৩২,৭০৬ রান। তৃতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৪০ টেস্টে ২,৭৩,৫১৮ রান।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজে) টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের এবং টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নামেন ইংলিশরা। এরপর প্রথম দল হিসেবে ৫০০ ও ১ হাজার ম্যাচ খেলার নজির গড়েন তারা। তালিকার নবম স্থানে আছে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙিনায় পথচলা শুরু হয় টাইগারদের। এখন পর্যন্ত ১১৭টি টেস্টে ৫৩,১১৫ রান করেছেন টাইগাররা।

টেস্ট ক্রিকেট ইতিহাসে দলগুলোর রান:
দল-ম্যাচ-জয়-হার-টাই-ড্র-রান-গড়
ইংল্যান্ড (১৮৭৭-২০২০)-১০২২-৩৭০-৩০৪-০-৩৪৭-৫,০০,০০৬- ৩২.৩৪
অস্ট্রেলিয়া (১৮৭৭-২০২০)-৮৩০-৩৯৩-২২৪-২-২১১-৪,৩২,৭০৬- ৩৪.৩৬
ভারত (১৯৩২-২০১৯)-৫৪০-১৫৭-১৬৫-১-২১৭-২,৭৩,৫১৮-৩৪.০৩
ওয়েস্ট ইন্ডিজ (১৯২৮-২০১৯)-৫৪৫-১৭৪-১৯৫-১-১৭৫-২,৭০,৪৪১- ৩১.৮৫
দক্ষিণ আফ্রিকা (১৮৮৯-২০২০)-৪৩৯-১৬৫-১৪৯-০-১২৪-২,১৬,৪৫২- ৩১.৯৭
পাকিস্তান (১৯৫২-২০১৯)-৪২৭-১৩৭-১৩০-০-১৬০-২,০৯,৮৬৯- ৩২.৬৩
নিউজিল্যান্ড (১৯৩০-২০২০)-৪৪০-৯৯-১৭৫-০-১৬৬-২,০৪,১৭২ ২৯.২৩
শ্রীলংকা (১৯৮২-২০২০)-২৮৮-৯২-১০৯-০-৮৭-১,৪৫,২১৮-৩২.৩৩
বাংলাদেশ (২০০০-২০১৯)-১১৭-১৩-৮৮-০-১৬-৫৩,১১৫-২৪.৪৬
জিম্বাবুয়ে (১৯৯২-২০২০)-১০৮-১২-৬৯-০-২৭-৪৯,৮৬৯-২৬.২৩
আফগানিস্তান (২০১৮-২০১৯)-৪-২-২-০-০-১৫৮৪-২১.৬৯
আয়ারল্যান্ড (২০১৮-২০১৯)-৩-০-৩-০-০-১১৭৪-১৯.৫৬
আইসিসি বিশ্ব একাদশ (২০০৫-২০০৫)-১-০-১-০-০-৩৩৪-১৬.৭০
তথ্যসূত্র:বাসস

পিএনএস/ হাফিজ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন