অবসর ভেঙে ফেরার কথা ভেবেছিলেন বোল্ট, অতঃপর...

  18-02-2020 10:23AM


পিএনএস ডেস্ক: ২০১৭ বিশ্ব চ্যাম্পিয়নশিপে হ্যামস্ট্রিংয়ে চোট পান উসেইন বোল্ট। ফলে তাঁর ক্যারিয়ারের শেষটা একেবারেই মধুর হয়নি। অন্তত তিনি যেমনটা ভেবেছিলেন, তেমনটা করতে পারেননি। যা নিয়ে তাঁর আক্ষেপের শেষ ছিল না। আক্ষেপ তাড়িত হয়ে শেষ পর্যন্ত এক সময় তিনি এক সময় ট্র্যাকে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত সেই ঐতিহাসিক প্রত্যাবর্তন হয়নি।

এক সাক্ষাৎকার দিতে গিয়ে সিএনএনে বোল্ট বলেছেন, ‘আমি প্রত্যাবর্তন নিয়ে আমার কোচের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু, উনি আমাকে নিষেধ করেন। উনি আমাকে বলেছিলেন, অনেকেই অবসর নেওয়ার পর ফিরে আসে। কিন্তু সবার ক্ষেত্রে সেটা সমানভাবে কাজ করে না। সবাই ফিরে এসে সমান সফল হয় না। আমি ওর কথা শুনেছিলাম।’

বোল্ট আরও বলেন, ‘আমি শেষের দিকে জানতাম, আমার সময় শেষ হয়ে আসছে। কারণ, আমি সেই তাগিদটা আর অনুভব করছিলাম না। কিন্তু, তারপর যখনই আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্ট দেখেছি, তখনই মনে হয়েছে ফিরে আসি। এর পর এক দিন আমি কোচের কাছে যাই। তাঁকে জিজ্ঞেস করি, আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি? তখন উনি ওই কথা বলেন। এর পরও আমি নতুন করে ট্রেনিং শুরু করি। কোনও উদ্দেশ্য ছাড়া। সেটা করতে গিয়েই বুঝতে পারি আমি সঠিক সিদ্ধান্ত নিয়েছি।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন