বিশ্বকাপ জেতা শাহাদাতের ছোবলে চাপে জিম্বাবুয়ে

  18-02-2020 04:19PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা পেসার শাহাদাত হোসেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়েও দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন। পর পর তিনটি উইকেট নিয়ে অতিথি দলকে বড় চাপে ফেলে দিয়েছেন তিনি।

সাভারের বিকেএসপি’র তিন নম্বর মাঠে মঙ্গলবার দুই দিনের প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পায় জিম্বাবুয়ে। একটা পর্যায়ে দলটির সংগ্রহ ছিল বিনা উইকেটে ১০৫ রান।

স্বাগতিকদের বোলিং নৈপূণ্যে স্কোরবোর্ডে আর ৪১ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে ফেলে অতিথি দল। এর মধ্যে তিনটি উইকেটই নিয়েছেন শাহাদাত। সপ্তম বোলার হিসেবে বল করতে আসেন তিনি।

ব্যক্তিগত দ্বিতীয় ওভারে ক্রেইগ আরভিনকে আউট করেন শাহাদাত। এরপর ব্যক্তিগত ষষ্ঠ ওভারের প্রথম বলে রাগিজ চাকাভা ও তৃতীয় বলে টিনোটেন্ডা মুতোম্বোজির উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার।


লাঞ্চের পর চা বিরতিতে যাওয়ার সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫৯ ওভারে ৬ ১৮৩ রান।

অপর তিনটি উইকেটের মধ্যে একটি রান-আউট। একটি করে উইকেট নেন আল আমিন ও বিশ্বকাপ জয়ী দলের অপর পেসার শরিফুল হক।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন