উমর আকমল নিষিদ্ধ

  20-02-2020 12:53PM


পিএনএস ডেস্ক: বিতর্ক যেন পিছু ছাড়ছে না পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের। কিছুদিন আগে ট্রেনারের সঙ্গে বাজে আচরণে নেতিবাচক শিরোনামের শীর্ষে ছিলেন। তবে অল্পতে পার পেয়ে যান তিনি। এবার দুর্নীতিবিরোধী আইন অনুযায়ী উমর আকমলকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

উমর আকমলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত করছে পিসিবি’র দুর্নীতিবিরোধী ইউনিট (এসিইউ)। তদন্ত শেষ হওয়া পর্যন্ত সবধরনের ক্রিকেটীয় কার্যক্রমে অংশ নেওয়ার অধিকার হারাচ্ছেন তিনি। তবে এই নিষেধাজ্ঞা ঠিক কতদিনের তা জানানো হয়নি।

ডানহাতি ব্যাটসম্যান-উইকেটরক্ষকের বিরুদ্ধে এসিইউ’র অনুচ্ছেদ ৪.৭.১ অনুসারে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। এই অনুচ্ছেদে বলা আছে, এসিইউ কর্তৃক দুর্নীতির অভিযোগ তোলার আগে কিংবা দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অন্য কোনো আলামত থাকার কারণে সন্দেহভাজনের বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এরপর দুর্নীতিবিরোধী ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখবে।

পিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিসিএল) দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স উমর আকমলের বিকল্প খোঁজা শুরু করতে পারে। পিসিএলের এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে আজই ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্স।

২৯ বছর বয়সী উমর আকমল পাকিস্তানের জার্সিতে ১৬ টেস্ট, ১২১ ওয়ানডে এবং ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলে যথাক্রমে ১ হাজার ৩, ৩ হাজার ১৯৪ এবং ১ হাজার ৬৯০ রান করেছেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন