গাঙ্গুলীকে টপকাতে ১১ রান দরকার কোহলির

  20-02-2020 07:20PM

পিএনএস ডেস্ক : টেস্ট ক্রিকেটে সাবেক সতীর্থ সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেলার দ্বারপ্রান্তে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আগামীকাল শুক্রবার ভোরে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই টেস্টে ১১ রান করতে পারলেই সাবেক সফল অধিনায়ক সৗরভ গাঙ্গুলীকে টপকে যাবেন দেশটির বর্তমান দলনেতা কোহলি।

১২ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১১৩ টেস্টে ৭২১২ রান করেছেন গাঙ্গুলী। ১৬টি সেঞ্চুরি ও ৩৫টি হাফ-সেঞ্চুরি ছিলো তার ক্যারিয়ারে। ভারতের সফল অধিনায়ককে ছাড়িয়ে যাবার দ্বারপ্রান্তে কোহলি। ৮৪ টেস্টে ২৭টি সেঞ্চুরি ও ২২টি হাফ-সেঞ্চুরিতে ৭২০২ রান করেছেন কোহলি।

ভারতীয়দের মধ্যে টেস্টে রান সংগ্রহের দিক দিয়ে সপ্তমস্থানে রয়েছেন কোহলি। গাঙ্গুলীকে টপকাতে পারলে ষষ্ঠ স্থানে উঠবেন তিনি।
২০০ টেস্টে ১৫, ৯২১ রান নিয়ে ভারতের পক্ষে ও বড় ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক এখনও শচীন টেন্ডুলকার।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন