মুজিববর্ষে বাংলাদেশে খেলতে আসবেন ভারতের ৪ ক্রিকেটার

  22-02-2020 02:14PM

পিএনএস ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী মার্চে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচ দুটি হবে আগামী ১৮ ও ২১ মার্চ।

মুজিবর্ষ ঘিরে ওই দুটি টি-টোয়েন্টি ম্যাচে খেলার জন্য ভারতের ৫ ক্রিকেটারকে চেয়েছিল বিসিবি। তবে ৪ জনের ক্রিকেটারের নাম পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

৪ ক্রিকেটার হলের ভারতের জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি, ওপেনার শিখর ধাওয়ান ও পেসার মোহাম্মদ শামি ও চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। এই চার ক্রিকেটারকে খেলার জন্য অনুমোদন দিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

যে সময়টাতে ম্যাচ দুটি হবে তখন ফি থাকবেন বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই চার তারকা কোহলি, ধাওয়ান, শামি ও কুলদীপ।

তবে এশিয়া একাদশে পাকিস্তানের কোনও ক্রিকেটারকে রাখছে না বিসিবি। কারণ, ওই সময়টাতে পিসিএল নিয়ে ব্যস্ত থাকবেন পাক তারকারা। বাংলাদেশ ও ভারতের ক্রিকেটার ছাড়াও এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-টোয়েন্টি ম্যাচে থাকবেন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ক্রিকেটাররাও।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন