১০ উইকেটে হারের লজ্জায় ডুবালো ভারত

  24-02-2020 01:59PM

পিএনএস ডেস্ক: এখনও পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অপরাজিত ভারত। কিন্তু চলতি বছরে বিদেশের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমেই ভারতের সেই অপরাজিত তকমার টলমল অবস্থা। রিজার্ভ বেসিনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা। আর তার ফলেই হারের আতঙ্ক নিয়ে তৃতীয় দিন শেষে করে ভারতীয় শিবিরে।

আর আজ চতুর্থ দিনেই ১০ উইকেটে হার মানলো ভারত। অল্পের জন্য রক্ষা পেয়েছে ইনিংস ব্যবধানে হারের হাত থেকে।

৪ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে তৃতীয় দিন শেষ করেছিল ভারত। সেখান থেকে আজ আবার ব্যাট করতে নেমে মাত্র ১৬ ওভারে ৪৭ রান তুলতেই বাকি ৬টি উইকেট হারায়। ৮১ ওভারে ১৯১ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস।

তাতে নিউজিল্যান্ডের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৯ রান। ১.৪ ওভারে কোনো উইকেট না হারিয়েই সেই রান তুলে নেয় কিউইরা।

টিম সাউদি গতকাল ১ উইকেট নিয়েছিলেন। আজ সকালে তিনি নেন আরো চারটি উইকেট। দুই ইনিংসে তিনি নিয়েছেন ৯ উইকেট। ট্রেন্ট বোল্ট এই ইনিংসে নিয়েছেন ৪ উইকেট। প্রথম ইনিংসে নিয়েছিলেন ১টি।

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন