নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-ভারত

  24-02-2020 02:21PM

পিএনএস ডেস্ক: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। তাতে অবশ্য ভয়ের কিছু দেখছেন না সালমা আক্তাররা।

অস্ট্রেলিয়ার পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল ৫টায় ‘এ’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

এরই মধ্যে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে ভারত। প্রথম ম্যাচেই স্বাগতিক ও গত আসরের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে হারমনপ্রীত কাউরের দল। বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হওয়ার স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী তারা।

তবে নিজেদের মিশন শুরু হওয়ার আগে আত্মবিশ্বাসে ভাটা নেই বাংলাদেশ নারী দলের শিবিরেও। মূল টুর্নামেন্টে ঢুকার আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের ক্যাম্প করেছে তারা। প্রস্তুতিতে হারিয়েছে পাকিস্তানকে। টাইগ্রেসদের লক্ষ্য ভারতকে হারিয়ে শুভ সূচনা করা।

প্রতিপক্ষ ভারতকে নিয়ে মোটেও চিন্তিত নন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সালমা আক্তার, “ভারতের কোনো খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা দেখেছি। ভালো ম্যাচ হয়েছে। তবে আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। ‘ম্যাচ বাই ম্যাচ’ এগিয়ে যেতে চাই।”

“আমরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ আগে এসেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের সবাই ভালো ছন্দে আছে। আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। এখন আসল লড়াইয়ে ভালো করতে উন্মুখ।”

মূল পর্বে লড়াইয়ের আগে প্রস্তুতিতে পাকিস্তানকে হারানোয় দলের আত্মবিশ্বাস অনেকটা বেড়েছে বলে জানালেন সালমা। মূল টুর্নামেন্টেও তেমন পারফরম্যান্সই দেখাতে চায় তার দল।

“পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেদিন আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত। আমি প্রত্যেককে দলের সেরা খেলোয়াড় মনে করি। সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে ফল আমাদের পক্ষে আসবে।”

অস্ট্রেলিয়ার পার্থের ওয়াকা গ্রাউন্ডের ম্যাচটি ঘিরে বারবারই ফিরে আসছে সর্বশেষ এশিয়া কাপ ফাইনাল। ২০১৮ সালের ওই ম্যাচের পর এই প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল।

কুয়ালালামপুরে এশিয়া কাপের সেই ফাইনালে ভারতকে হারিয়ে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। প্রথমবার জিতেছিল এশিয়ান শিরোপা। সেই সাফল্যের পুনরাবৃত্তি দিয়ে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত শুরু পাবেন তো সালমারা!

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন