মুশফিকের ডাবল সেঞ্চুরি, ৫৬০ রানে ইনিংস ঘোষণা

  24-02-2020 04:37PM

পিএনএস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটে এমন দিন খুবই কম এসেছে। শান্ত’র ফিফটির পর অধিনায়কের সেঞ্চুরি। লিটন দাসও ফিরেছেন ফিফটি করে। তবে সবাইকে ছাড়িয়ে মুশফিকুর রহিম। গতকাল দিন শেষ করেছিলেন ৩২ রান করে। সেটাকে আজ দ্বিশতকে পরিনিত করলেন তিনি। দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে তুলে নিয়েছেন তৃতীয় ডাবল সেঞ্চুরি।

বাংলাদেশের পক্ষে দুইটি ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যানও ছিলেন তিনি। মুশফিক ব্যতীত আর কারও নেই দুইটি দ্বিশতকের কৃতিত্ব। তামিম ইকবাল ও সাকিব আল হাসান করেছেন ১টি করে ডাবল সেঞ্চুরি।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ এরই মধ্যে চড়েছে রানপাহাড়ে। যার বড় অবদান মুশফিকুর রহীমের। নাজমুল হোসেন শান্তর ফিফটি, মুমিনুল হকের সেঞ্চুরির পর- তাদেরকে ছাড়িয়ে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিক। ২৯৫ রানে লিড নিয়ে ৫৬০ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন