টি-টোয়েন্টিতেও রেকর্ড গড়া জয়

  09-03-2020 09:30PM

পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়েই টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো টাইগাররা। আর জিম্বাবুয়ের বিপক্ষে টাইগাররা গড়লো টি-টোয়েন্টিতে বড় জয়ের রেকর্ড। সোমবার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪৮ রানে জয় কুড়ায় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে ১২ সাক্ষাতে এটি টাইগারদের অষ্টম জয়। তবে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়টি ছিল দীর্ঘ ১৪ বছর আগের ঘটনা। ২০০৬-এ খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ৪৩ রানে জয় দেখেছিল বাংলাদেশ।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০০/৩-এ। অর্ধশতক হাঁকান লিটন কুমার দাস ও সৌম্য সরকার। জবাবে ৬ বল বাকি রেখে ১৫২ রানে গুঁড়িয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। বাংলাদেশের বল হাতে চার ওভারের স্পেলে ৩২ রানে তিন উইকেট নেন পেস তারকা মোস্তাফিজুর রহমান।

তিন উইকেট নেন লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও। শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেন নেন একটি করে উইকেট। এদিন বিশাল টার্গেটে ব্যাটিংয়ের শুরুতেই ধাক্কা খায় জিম্বাবুয়ে। দলীয় ১১ রানে অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলরকে সাজঘরে ফেরান পেস তারকা শফিউল ইসলাম। পরে দলীয় ৬৯ রানে পঞ্চম উইকেট খুইয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে জিম্বাবুয়ে। সর্বোচ্চ ২৮ রান আসে ওপেনার তিনাশে কামুনহুকামুয়ের ব্যাট থেকে। শেষ দিকে ১৬ বলে ২৫ রান করেন জিম্বাবুয়ের দশ নম্বর ব্যাটসম্যান কার্ল মুম্বা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন