নিউজিল্যান্ডের বিপক্ষে মাঝারি সংগ্রহে বড় জয় অস্ট্রেলিয়ার

  13-03-2020 09:24PM

পিএনএস ডেস্ক : আড়াইশ পার করা স্কোর নিয়েও নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ব্যাটে-বলের দারুণ পারফরম্যান্সে সফরকারী কিউইদের সিরিজের প্রথম ম্যাচে ৭১ রানে হারিয়েছে অজিরা।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডের এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০’র লিড পেয়েছে স্বাগতিকেরা। শুক্রবার আগে ব্যাট করে ৭ উইকেটে ২৫৮ তোলে অজিরা। জবাবে নিউজিল্যান্ড ১৮৭ রানে গুটিয়ে যায়।

বিশ্বের অনেক দেশের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এমন অবস্থায়ও সিরিজ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সতর্কতামূলক পদক্ষেপ ছিল বেশ। সিরিজের তিনটি ম্যাচই থাকবে দর্শকহীন।

ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার দুজনে মিল ওপেনিংয়ে ২৪.১ ওভারে ১২৪ রানের জুটি গড়েন। ওয়ার্নার ৮৮ বলে ৬৭ ও ফিঞ্চ ৭৫ বলে ৬০ রান করেন।

মিডলঅর্ডার হতাশ করায় দলীয় সংগ্রহটা বড় করতে পারেনি স্বাগতিকেরা। এ দুই ব্যাটসম্যান বাদে মার্নাস লাবুশেন ৫২ বলে ৫৬ করেন।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন ইশ সোধি।

জবাবে কিউই ব্যাটসম্যানদের অবস্থা ছিল হতাশার। তাই স্বল্প লক্ষ্য পেলেও তা তাড়া করে জেতার অবস্থা তৈরি করতে পারেনি তারা। সর্বোচ্চ ৪০ করেন মার্টিন গাপটিল। এছাড়া ৩৮ করেন টম লাথাম।

মিচেল মার্শ ও প্যাট কামিন্স দুজনই ৩টি করে উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনকে থামিয়ে দেন।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ২৫৮/৭ (ওয়ার্নার ৬৭, ফিঞ্চ ৬০, লাবুশেন ৫৬; সোধি ৩/৫১, স্যান্টনার ২/৩৪, ফার্গুসন ২/৬০)।

নিউজিল্যান্ড: ১৮৭ (গাপটিল ৪০, লাথাম ৩৮, গ্র্যান্ডহোম ২৫; কামিন্স ৩/২৫, মার্শ ৩/২৯, জাম্পা ২/৫০, হ্যাজেলউড ২/৩৭)।

ম্যাচ সেরা: মিচেল মার্শ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন