করোনায় প্রাণ হারালেন স্পেনের এক ফুটবল কোচ

  16-03-2020 10:20PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন স্পেনের এক ফুটবল কোচ। ফ্রানসিসকো গার্সিয়া নামের ২১ বছর বয়সী ওই তরুণ লা লিগার ক্লাব মালাগার আওতাধীন অ্যাটলেটিকো পোর্টাডা আলতা ক্লাবের জুনিয়র দলের কোচ ছিলেন। ফ্রান্সিসকো করোনাভাইরাস ছাড়াও এক রকম লিউকেমিয়ায় ভুগছিলেন।

গতকাল রোববার ক্লাবের প্রেসিডেন্ট পেপ বুয়েনো তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বুয়েনো বলেন, 'ফ্রান্সিসকো একজন দারুণ ব্যক্তি এবং অত্যন্ত প্রতিভাবান কোচ ছিলেন। আমরা সবাই এখনো হতবাক।'

পেপ বুয়েনো বলেন, 'তার একটি খারাপ রোগ আগে থেকেই ছিল। এর সঙ্গে করোনাভাইরাস একত্রিত হয়। আমি বিশ্বাস করতে পারছি না, সে আর নেই।'

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডেপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসে প্রাদুর্ভাবে স্পেনে প্রায় ৩০০ জন মারা গেছেন। এর মধ্যে মালাগা অঞ্চলে পঞ্চম ব্যক্তি হিসেবে ফ্রান্সিসকো মারা যান। যদিও অন্য যে চারজন নিহত হয়েছেন তাদের বয়স ছিল কমপক্ষে ৭০ বছর।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন