করোনার দিকনির্দেশনা দিলেন মাশরাফী

  18-03-2020 06:31AM

পিএনএস ডেস্ক:নড়াইল সদর হাসপাতালে করোনাভাইরাসের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন সাবেক অধিনায়ক ও এমপি মাশরাফী বিন মোর্ত্তজা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাসব্যাপী বিনা টিকেটে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করতে যান তিনি। একইসঙ্গে হাসপাতালে অত্যাধুনিক কল্পোস্কপি মেশিন স্থাপন করা হয়।

এ সময় মাশরাফী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজখবর নেন। পরে হাসপাতাল ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কনফারেন্স কক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এছাড়া আলোচনা সভায় অংশ নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে দিকনির্দেশনা ও পরামর্শ দেন তিনি।

সভায় করোনাভাইরাস প্রতিরোধে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়। পাশাপাশি করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানান এমপি মাশরাফী।

সভায় বক্তব্য রাখেন নড়াইলের ডিসি আঞ্জুমান আরা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস সাকুর, নড়াইলের এসপি মোহাম্মদ জসিম উদ্দিন ও সদর হাসপাতালের আরএমও মসিউর রহমান বাবু।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন