‘সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে হয়তো রক্ষা হবে’

  19-03-2020 11:34AM

পিএনএস ডেস্ক: ‘সবাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়লে আল্লাহ খুশি হন এবং পবিত্র থাকলে হাত ধোয়াসহ সব কাজ ঠিক মত হয়ে যায়। সবাই পবিত্র থাকি, নামাজ পড়ি। তাহলে ইনশাআল্লাহ আমরা হয়তো রক্ষা হবে।’

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। বাংলাদেশেও ধীরে ধীরে বাড়ছে রোগী। বুধবার প্রথমবারের মতো একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তাতে বাড়ছে আতঙ্ক। এই পরিস্থিতিতে এক বার্তায় ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এমন মন্তব্যই করেছেন।

করোনার প্রাদুর্ভাবে বিশ্বের অন্যান্য জায়গার মতো বাংলাদেশের ক্রীড়াঙ্গনও স্থবির হয়ে পড়েছে। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) স্থগিত হয়ে যাওয়ায় ক্রিকেটাররা এখন খেলার বাইরে। তবে ফিটনেস ধরে রাখতে অনুশীলন বন্ধ করেননি তারা।

মিরাজ আরও বলেন, ‘কোনো মানুষ কোনো ডাক্তার, কেউ বাঁচাতে পারে না। কারণ সবকিছু আল্লাহতায়ালা দিয়েছেন, তিনিই রক্ষা করবেন। এজন্য আমি বলতে চাই সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যেন এরকম দুর্যোগ থেকে আমরা রক্ষা পাই।’

নিজের জীবনে এমন দুর্যোগ কখনও দেখেননি উল্লেখ করে মিরাজ বলেন, ‘আমার লাইফে এরকম কখনো দেখিনি যে, পৃথিবী বন্ধ হয়ে গেছে। পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ আতঙ্কের ভেতরে আছে, কি অস্বস্তিকর! মানুষের জীবন মৃত্যুর ব্যাপার, এজন্য আমি প্রত্যেকটা মানুষের, বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমি এই পরামর্শ দিতে চাই-বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করুন, নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করুন, বিশ্বের মানুষের জন্য দোয়া করুন।’

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন