যে কারণে ডি ককের সঙ্গে কোয়ারেন্টিনে থাকতে চান স্টেইন

  19-03-2020 09:29PM

পিএনএস ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন- এমন সন্দেহে ‘হোম কোয়ারেন্টিনে’ যাচ্ছেন ক্রীড়াবিদরা। দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইনকে ইএসপিএন ক্রিকইনফো প্রশ্ন করে, ‘কোয়ারেন্টিনে যদি থাকতে হয়, কার সঙ্গে থাকবেন?’ স্টেইনের উত্তর, ‘আমি কুইন্টন ডি ককের সঙ্গে থাকতে চাইবো।’

প্রোটিয়া অধিনায়ক ডি ককের সঙ্গে কেন থাকতে চান বিষয়টা পরিষ্কার করেছেন স্টেইন। তিনি বলেন, ‘ও আমার অন্যতম প্রিয় খেলোয়াড়। আপনি যদি ওর রুমের পাশ দিয়ে হেঁটে যান, দেখতে পাবেন হয়তো মাছ শিকারের টোপ বানাচ্ছে, নাহ হয় মাছ শিকার অথবা রান্নার ভিডিও দেখছে। আপনি ওর রুমে যাওয়ার পরও তাকে সেটাই করতে দেখবেন। আমি রান্নাবান্না অপছন্দ করি। এজন্যই ও থাকলে (কোয়ারেন্টিনে) দারুণ হবে। কারণ তখন ও যেসব ভিডিও দেখে আমিও সেগুলো দেখতে পারবো।

ওর সকল কাজে সহযোগিতা করতে পারবো। আর ও সুস্বাদু রান্না করবে। ডি কক একেবারে পাকা রাঁধুনি।’

৩৬ বছর বয়সী স্টেইন লংগার ভার্সন ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার সর্বাধিক উইকেট শিকারি। ৯৩ টেস্টে নিয়েছেন ৪৩৯ উইকেট। কোয়ারেন্টিনে সঙ্গী হিসেবে ডি কক ছাড়া আর কাউকে পছন্দ? স্টেইন বলেন, ‘মিউজিকের কথা চিন্তা করলে আন্দিলে ফেহলুকায়োর মতো কেউ।’

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে সবশেষ মাঠে দেখা যায় ডেল স্টেইনকে। তবে পাকিস্তানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশে ফিরে গেছেন তিনি। ইসলামাবাদের হয়ে ৪ ম্যাচে ২ উইকেট নেন এই পেসার।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন