করোনায় আক্রান্ত মালদিনি ও তার ছেলে

  22-03-2020 12:27PM

পিএনএস ডেস্ক: করোনাভাইরাসে সব থেকে ভয়াবহ আকারে রুপ ধারণ করেছে ইতালিতে। সব থেকে বেশী মানুষ মারা গেছে এ দেশটিতে। এবার এ মরণ ভাইরাসে আক্রান্ত হলেন ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনি। এছাড়া আক্রান্ত হয়েছেন তার ১৮ বছর বয়সী ছেলে ড্যানিয়েল মালদিনিও।

এসি মিলানের পক্ষ থেকে বলা হয়েছে, চলতি সপ্তাহে মালদিনি ও তার সন্তান দানিয়েলের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।

এর পর থেকে গত দুই সপ্তাহ ধরে দুজনেই কোয়ারেন্টিনে আছেন। বর্তমানে এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন কিংবদন্তি মালদিনি।

এর আগে জুভেন্টাসের তৃতীয় খেলোয়াড় হিসেবে করোনায় আক্রান্ত হয়েছেন পাওলো দিবালা। সেই সঙ্গে আক্রান্ত হয়েছেন তার সঙ্গিনী ওরিয়ানা সাবাতিনও। দিবালার আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন একই দলের দানিয়েল রুগানি ও ব্লেইস মাদুইদি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন