বাফুফে নির্বাচন স্থগিত

  27-03-2020 06:14PM

পিএনএস ডেস্ক:মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত সারাবিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশও। এ কারণেই স্থগিত করা দেয়া হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন। করোনা পরিস্থিতি উন্নতি হলেই নির্বাচনের পরবর্তী সময় নির্ধারণ করা হবে বলে জানায় বাফুফে।

নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে অনলাইনে বৈঠক করেন নির্বাহী কমিটির সদস্যরা। এ বৈঠকেই নির্বাচন স্থগিতির সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ২০ এপ্রিল হচ্ছে না বাফুফে নির্বাচন।

২০ এপ্রিলকে সামনে রেখে কয়েকমাস থেকেই নির্বাচনের প্রস্তুতি নেয়া শুরু করে বাফুফে। কমিশন গঠন, ভোটার তালিকা তৈরির নির্দেশনা প্রদান করার কার্যক্রমও সেরে ফেলে ফেডারেশন।

এর মাঝে করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে নির্বাচন পেছানোর দাবি তোলেন বাফুফের দুই সহ-সভাপতি। একজন বাফুফে সভাপতি বরাবর নির্বাচন পেছানো প্রসঙ্গে চিঠিও লিখেন। তারপরে আজ নির্বাহী কমিটির সভায় নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত এসেছে।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সাংবাদিকদের বলেন, 'বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে মহামারী ঘোষণা দিয়েছে। করোনা সংক্রমণ এড়াতে বাংলাদেশের সরকারও ৪ এপ্রিল পর্যন্ত সকল বেসরকারি-সরকারি কর্মস্থল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছে। সবকিছু বিবেচনায় রেখে ২০ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়েছে।'

কবে নাগাদ পরবর্তী নির্বাচন হতে পারে সেই বিষয়টাও স্পষ্ট করেছেন সাধারণ সম্পাদক, 'করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিচ্ছি না।

এ বিষয়ে ফিফা ও এএফসির কাছে আমরা চিঠি পাঠাবো। পরবর্তী সকল আপডেট আপনাদের জানিয়ে দেয়া হবে।'

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন