‌‘মাশরাফির ব্রেসলেট সব রেকর্ড ভেঙে দেবে’

  17-05-2020 09:00PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজার ১৬ বছরের সঙ্গী তার প্রিয় ব্রেসলেটটি নিলামে তোলা হয়েছে। এটির সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে পাঁচ লাখ টাকা। গতকাল বিকেল থেকে শুরু হওয়া নিলামে এর মধ্যেই প্রচুর বিডার দাম হাঁকিয়েছে ব্রেসলেটটি নেওয়ার জন্য; যাচাইবাছাই করতে হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন নিলামকারী অকশন ফর অ্যাকশনের অন্যতম উদ্যোক্তা প্রীত রেজা।

আজ রোববার বিকেলে মুঠোফোনে তিনি বলেন, ‘নিলাম শুরু হওয়ার পর থেকে আমরা প্রচুর সাড়া পাচ্ছি। অনেকেই বিড করেছে এটি কেনার জন্য। আমরা সবকিছু যাচাই বাছাই করছি। কারণ অনেকেই ফেইক বিড করছে। তবে যা মনে হচ্ছে সব রেকর্ড ব্রেক করবে এই ব্রেসলেট।’

এখন পর্যন্ত কত উঠেছে? এমন প্রশ্নে এড়িয়ে গেছেন প্রীত, তিনি বলেন, ‘আসলে এটা বলা যাবে না এই মুহূর্তে। কারণ সাকিবের ব্যাট ৩০ লাখ টাকাও দাম হাঁকিয়েছিল; পরে বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। তবে এটা বলা যেতে পারে অনেক দাম উঠছে, বিক্রিও হতে পারে রেকর্ড দামে।’

ফেইক বিডারদের যাচাইবাছাইয়ে তারা বেশ সতর্ক জানিয়ে প্রীত বলেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাটের নিলামেও প্রচুর ফেইক বিড হয়েছে। এরপর আমরা সতর্ক হয়েছি আরও। যেমন গতকাল একজন ১৩ লাখ টাকা দাম হাঁকিয়েছেন, অথচ তার বয়স মাত্র ২৩ বছর। পরে আমরা তাকে বাদ দিয়েছি। তবে এর সংখ্যাটা নগণ্য।’


গত শনিবার বিকেলে থেকে শুরু হওয়া এই নিলাম চলবে আজ রাত সাড়ে ১০টা পর্যন্ত। এরপর অকশন ফর অ্যাকশনের ফেসবুক পেইজ থেকে লাইভে এসে ক্রেতার নাম ঘোষণা করে হবে। ক্রিকেটারদের মধ্যে প্রথম সাকিব আল হাসান তার ঐতিহাসিক ব্যাট নিলামে বিক্রি করে করোনাভাইরাসে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এরপর থেকে একের পর এক ক্রিকেটার তাদের ঐতিহাসিক স্মারকগুলো নিলামে তুলছেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। এই তালিকা থেকে বাদ যাননি সাবেক অধিনায়ক মাশরাফি মোর্ত্তজাও।

অকশন ফর অ্যাকশন পথ চলা শুরু করেছে সাকিবের বিশ্বকাপের ঐতিহাসিক ব্যাট বিক্রি করে। তার ব্যাটটি বিক্রি হয় ২০ লাখ টাকায়। এরপর তাসকিন-সৌম্যর ব্যাট-বল বিক্রি হয় সাড়ে আট লাখ টাকায়। ক্রিকেটারদের অটোগ্রাফ সংবলিত একটি ব্যাট বিক্রি হয়েছে তিন লাখ টাকায়। ক্রীড়া জগত ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের তারকারাও তাদের বিভিন্ন স্মারক নিলামে তুলছেন এই সংস্থা থেকে।

এ ছাড়া নিলাম থেকে জাতীয় দলের অন্যতম তারকা ব্যাটসম্যান মুশফিকের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ঐতিহাসিক ব্যাটটি ১৭ লাখ টাকায় কিনে নেন পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি। মুশফিকের ব্যাটের নিলাম আয়োজন করেছিল নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট।


পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন