খালি স্টেডিয়ামে খেলা কনে ছাড়া বিয়ের মতো : শোয়েব আখতার

  18-05-2020 09:04PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বব্যাপীই খেলা বন্ধ রয়েছে। প্রায় দুই মাস বন্ধ থাকার পর ধীরে ধীরে ক্লোজ ডোরে ফিরছে খেলা। অর্থাৎ দর্শকবিহীন মাঠে খেলা চালু হয়েছে। ফুটবল ইতিমধ্যে শুরু হলেও ক্রিকেট জুনের শুরুতে চালু হওয়ার কথা।

কিন্তু পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার জানিয়েছেন, খালি স্টেডিয়ামে খেলা কনে ছাড়া বিয়ের মতো।

একটি লাইভ অনুষ্ঠানে শোয়েব আখতার দর্শক ছাড়া খেলার বিপক্ষে মত দিয়েছেন। শোয়েবের মতে এ বছরের মধ্যে করোনার প্রকোপ কেটে যাবে। তখন খেলা শুরু করা যাবে।

শোয়েব আখতর বলেন, ‘খালি স্টেডিয়ামে ক্রিকেট আয়োজন হয়তো ক্রিকেট বোর্ডগুলোর জন্য সম্ভব হবে এবং টিকে থাকার জন্য জরুরি। কিন্তু আমার মনে হয় না এটা বাজারজাত করা সম্ভব হবে। দর্শকবিহীন স্টেডিয়ামে খেলা মানে হলো কনে ছাড়া বিয়ে। খেলার জন্য আমাদের দর্শক দরকার। আশা করি এক বছরের মধ্যে এই করোনা পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’

গত ১৬ জুলাই থেকে বিশ্বে দর্শকবিহীন ফুটবল শুরু হয়েছে। ৬ জুন থেকে অস্ট্রেলিয়ার একটি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া বিশ্বকাপও দর্শকবিহীন মাঠে আয়োজন করার আলোচনা হচ্ছে। আগামী ২৮ মে আইসিসির সভা রয়েছে, সেখানেই সিদ্ধান্ত হতে পারে বিশ্বকাপ নিয়ে।

পিএনএস/মোঃ শ্যামল ইসলাম রাসেল


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন