অস্ট্রেলিয়ায় মাঠে ফিরছে ক্রিকেট, থাকবে দর্শকও

  05-06-2020 04:01AM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের কারণে দুই মাস বন্ধ থাকার পর ক্রিকেট ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়ায়। শনিবার থেকেই ডারউইনে শুরু হচ্ছে তিন দিনব্যাপী টি-টোয়েন্টি কার্নিভাল। যেখানে থাকবে দর্শক উপস্থিতিও।

‘টপ অ্যান্ড টি-টোয়েন্টি’ নামের এই টুর্নামেন্টে দল সংখ্যা ৮টি। এরমধ্যে ৭টি দল বেছে নেওয়া হয়েছে ডারউইন প্রিমিয়ার গ্রেড থেকে। অষ্টম দলটি আমন্ত্রণমূলক দল।

নর্দান টেরিটরির এশিয়ান বংশোদ্ভূতদের মাঝে আয়োজিত ‘এশিয়া কাপ’-এর সেরা খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে দলটি।

রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই আসরে মোট খেলা হবে ১৫টি। দুটি সেমিফাইনাল ও ফাইনালসহ টুর্নামেন্টের নির্বাচিত কিছু ম্যাচ লাইভ দেখানো হবে ফেইসবুকের মাধ্যম।

টি-টোয়েন্টি কার্নিভাল শেষে ১৪ রাউন্ডের ডারউইন অ্যান্ড ডিসট্রিক্ট ওয়ানডে মৌসুম শুরু হবে। যার ফাইনাল হবে ১৯ সেপ্টেম্বর।

সবশেষ ১৩ মার্চ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার আন্তর্জাতিক ম্যাচের পর আর কোনো ক্রিকেট ম্যাচ হয়নি অস্ট্রেলিয়ায়। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য এরই মধ্যে চলতি গ্রীষ্মের সূচি ঘোষণা করেছে। তাতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আগস্টে আন্তর্জাতিক সিরিজ ফেরার কথা অস্ট্রেলিয়ায়।

এরই মধ্যে স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা অনুশীলন শুরু করে দিয়েছেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন