আইপিএল হবে আরব আমিরাতে!

  18-07-2020 07:49PM

পিএনএস ডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শুরু থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) আয়োজনের জন্য চেষ্টা করে যাচ্ছে। করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকা আইপিএলের এবারের আসর এ বছরই আয়োজন করতে চায় বিসিসিআই। কিন্তু ভারতে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় দেশটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। এমতাবস্থায় আরব আমিরাতে আইপিএলের এবারের আসর বসবে বলে জানা গেছে।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেড়িয়েছে, আরব আমিরাতে আইপিএলের আয়োজন করবে বিসিসিআই।

এর আগে ২০১৪ সালে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল অনুষ্ঠিত হয়েছিল। বর্তমানে ভারতে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাতে দেশটিতে আইপিএল হওয়ার সম্ভাবনা কার্যত নেই। ফলে আরব আমিরাতের দিকেই সব সম্ভাবনা বেশি ঝুঁকছে।

বোর্ডের সূত্র অনুসারে জানা গেছে, এই ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। কিন্তু টেলিকনফারেন্সের মাধ্যমে হওয়া বৈঠকে দেশে করোনাভাইরাসের পরিস্থিতি নিয়ে সদস্যরা উদ্বেগ প্রকাশ করেছেন।

আইপিএল আয়োজন করতে গেলে বায়ো সিকিউর পরিবেশ তৈরি করতে হবে যা হতে হবে আন্তর্জাতিক মানের। এছাড়া বিদেশি ক্রিকেটারদের ভারতে আনতে হবে, করতে হবে প্রস্তুতির ব্যবস্থাও। যা এই মুহূর্তে পরিস্থিতির বিচারে ভাবাই যাচ্ছে না।

সে তুলনায় সংযুক্ত আরব আমিরাতে কোভিড-১৯ খুব একটা ছড়ায়নি। দেশটিতে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশোর কম। আক্রান্তের সংখ্যা ৬০ হাজারও নয়। এর মাঝে সেরে উঠেছেন প্রায় ৪৯ হাজার।

দুবাই, আবু ধাবি ও শারজা এই তিন ভেন্যুতে আইপিএল আয়োজন করা অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সহজ। বিদেশিদের পক্ষে আসাও সহজ। এসব কারণেই আইপিএল আয়োজনে আরব আমিরাতের কথা ভাবছেন বোর্ড কর্তারা।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন