বার্সা কিংবদন্তি জাভির করোনা পজিটিভ

  25-07-2020 10:20PM

পিএনএস ডেস্ক : মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার বর্তমান কাতারের ক্লাব আল সাদের কোচ জাভি হার্নান্দেজ।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজেই করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন স্পেনের সাবেক তারকা ফুটবলার জাভি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে জাভি জানিয়েছেন, করোনা পজেটিভ হলেও তার শরীরে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। শারীরিকভাবেও সুস্থ আছেন। তবে পজেটিভ আসায় চিকিৎসকের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছেন জাভি।

জাভি বলেন, আল সাদের হয়ে এখন মাঠে থাকতে পারছি না, এটা খুবই দুঃখজনক। আমার পরিবর্তে দলের রিজার্ভ কোচ ডেভিড খেলোয়াড়দের অনুশীলনের দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, কাতার সুপার লিগের নিয়ম অনুযায়ী আমি করোনা টেস্ট করি এবং সেখানে পজেটিভ আসে। আমি আইসোলেশনে আছি এবং সুস্থ না হওয়া পর্যন্ত থাকব। যখন মেডিকেল কর্তৃপক্ষ আমাকে অনুমোদন দেবে তারপর আবারও স্বাভাবিক কাজে ফিরব।
স্পেনের বিশ্বকাপজয়ী এই তারকা ২০১৯ সালের মে মাসে আল সাদের কোচের দায়িত্ব নেন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন