আমরা আছি আপনাদের সেবায়, বন্যার্তদের সাকিব

  30-07-2020 08:53PM

পিএনএস ডেস্ক : ২৫ জুন থেকে তিন ধাপে শুরু হওয়া বন্যায় দুর্ভোগে রয়েছে দেশের ৩১টি জেলার প্রায় ৪০ লাখ মানুষ। দিনে দিনে অবনতি হচ্ছে পরিস্থিতির। এরই মধ্যে সিরাজগঞ্জের বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব তার প্রতিষ্ঠিত সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণগুলো পৌঁছে দেওয়া হয়। ত্রাণ প্রদানে সহায়তা করেছে র‍্যাব।

আজ সন্ধ্যায় সাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছে সহায়তা করার কথা। বন্যার্তদের অভয় দিয়ে বলেছেন, ‘সহজেই হাল ছাড়বেন না, আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’

সাকিব বলেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না। মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’


ত্রাণ প্রদানে সহায়তা করায় র‍্যাব ১২ এর কমান্ডিং অফিসার খায়রুল ইসলামকে ধন্যাবাদ জানান সাকিব। সিরাজগঞ্জের বন্যা আক্রান্ত গ্রামগুলোতে ত্রাণসামগ্রী বিতরণে আমাদের সব ধরনের সহায়তা করায় বিশেষ ধন্যবাদ জানাতে চাই, লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে (কমান্ডিং অফিসার, র‍্যাব-১২)’-এভাবেই বলছিলেন বাঁহাতি অলরাউন্ডার।

সবাইকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়ে সাকিব বলেন, ‘আমি আন্তরিকভাবে সবাইকে অনুরোধ করছি যে, এই বিপর্যস্ত সময়ে অসহায় মানুষের প্রতি আপনার সাহায্যের হাতটি বাড়িয়ে দিন।’

পিএনএস-জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন