এমবাপ্পেকে নিয়ে আশায় পিএসজি

  07-08-2020 03:13PM


পিএনএস ডেস্ক: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া স্বপ্ন দেখছে ফরাসি ক্লাব পিএসজি। যদিও ক্লাবটি গত মাসের শেষ দিকে বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে খেলা হবে না এমবাপ্পের। তবে গোড়ালির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন ফরাসি তরুণ। আর তাতেই আশায় বুক বাঁধছে ক্লাবটি।

ফ্রেঞ্চ কাপের ফাইনালে সেঁত এতিয়েনের বিপক্ষে গুরুতর চোটে পড়েন ২১ বছর বয়সী এমবাপ্পে। ম্যাচের ২৮ মিনিটে লোয়িচ পেরিনের বিশ্রী ফাউলের শিকার হয়ে মাঠ ছাড়তে হয়েছিল এমবাপ্পেকে। পরে দলের শিরোপা উৎসবে এমবাপ্পে যোগ দেন ক্রাচে করে। এরপরই চ্যাম্পিয়ন্স লিগে আতালান্তার বিপক্ষে ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েন তিনি।

১২ আগস্ট আতালান্তার বিপক্ষে ম্যাচ পিএসজির। এর আগে বুধবার দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন এমবাপ্পে। দলটির কোচ টমাস টুখেল বলছেন, ‘পরিকল্পনা অনুযায়ী এমবাপ্পে তার পুনর্বাসন চালিয়ে যাচ্ছে। বল ছাড়া সে রানিংয়ে ফিরেছে। আতালান্তার বিপক্ষে এমবাপ্পে অন্তত বেঞ্চে থাকতে পারে কি-না, তা আমরা শিগগিরই বুঝতে পারব।’ অর্থাৎ বেঞ্চে হলেও এমবাপ্পেকে স্কোয়াডে চান টমাস টুখেল।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন