অক্টোবরে হচ্ছে না বাংলাদেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ

  12-08-2020 04:08PM

পিএনএস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া অঞ্চলের বাছাইপর্ব ও ২০২৩ সালের এশিয়া কাপের বাছাইপর্বের ম্যাচগুলো এ বছরের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

এই ম্যাচগুলোর জন্য ২০২১ সালে সূচি দেওয়া হবে। অক্টোবর ও নভেম্বরে বাছাইপর্বের ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। এসব ম্যাচ স্থগিত হওয়ায় এ বছর আর মাঠে নামতে হচ্ছে না বাংলাদেশকে।

বাছাইপর্বে ৮ অক্টোবর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে খেলার কথা ছিল বাংলাদেশের। পরের ম্যাচ ছিল ১৩ অক্টোবর দোহায় কাতারের বিরুদ্ধে। ঘরের মাঠে ভারতের বিপক্ষে ম্যাচ ছিল ১২ নভেম্বর) ও ওমানের বিপক্ষে ১৭ নভেম্বর।

এই চার ম্যাচের জন্য বাফুফে গত ৫ আগস্ট থেকে গাজীপুরের সারা রিসোর্টে আবাসিক ক্যাম্প শুরু করেছে। ৩০ জন ফুটবলার ক্যাম্পে রিপোর্ট করেছেন যার মধ্যে ১৮ জনেরই করোনা পজিটিভ।

পিএনএস/এসআইআর


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন