কোহলির ব্যাট চুরি করতে চান এবি ডি ভিলিয়ার্স

  16-10-2020 07:50AM

পিএনএস ডেস্ক : আইপিএলের কারণে প্রায় তিন মাসের মতো আরব আমিরাতে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। বিরাট কোহলি তাই বেশি সংখ্যক ব্যাট নিয়ে এসেছেন দুবাইতে। সঙ্গে এনেছেন ১০-১১ জোড়া গ্লাভসও।

কিটব্যাগ খুলে তার ভিতরে কী কী রয়েছে ক্যামেরার সামনে দেখাচ্ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স অধিনায়ক বিরাট কোহলি। তখনই তার দিকে এগিয়ে আসেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বিরাট তাকে দেখে বলেন, একে ছাড়া অনুশীলন সম্পূর্ণ হয় না আমার।‌

এবি ডি ভিলিয়ার্স কাছে এসে বিরাটের কিট ব্যাগে হাত দিয়ে বলেন, ‌সবাই বিরাটের ব্যাট চুরি করতে চায়। ও তাই ব্যাগের নীচের দিকে ব্যাটগুলো লুকিয়ে রাখে। যাতে কেউ তা খুঁজে না পায়। তবে আমি ঠিক চুরি করব বিরাটের ব্যাট।

শুনে হেসে ফেলেন বিরাট। তিনি বলে ওঠেন, কথাটা ভুল নয়। আগে ছয়টি ব্যাট নিয়ে এসে দেখতাম মাঝপথে তিনটে পড়ে রয়েছে। কেউ না কেউ ব্যাট চাইতই। আর তাই ব্যাটে চিড় ধরলে তা না সারিয়ে দিয়ে দিতাম। এবার থেকে সারানোর দিকে মন দিয়েছি। কারণ জানি ব্যাটগুলো ঠিক থাকা কত জরুরি। ম্যাচে যে ব্যাট নিয়ে খেলি, তাতে অনুশীলনের সময় হাত দিতে চাই না।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন