দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগ

  26-10-2020 11:14PM

পিএনএস ডেস্ক : এক সঙ্গেই পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) সকল সদস্য। গতকাল তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন প্রোটিয়া ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামস এবং বোর্ডের আরও ৬জন পরিচালক।

আজ সোমবার একসঙ্গে পদত্যাগ করেন আরও ১০ সদস্য। রবিবার বেরেসফোর্ডের পদত্যাগের পরপরই অন্যান্য সদস্য অ্যাঙ্গেলো ক্যারোলিসেন, ডোনোভান মে, টেবোগো সিকো, জন মোগোদি এবং ধেভেন ধর্মলিঙ্গাম পদত্যাগ করেন। সোমবার পদত্যাগ করেন জোলা থেমাই, মারিউস স্কোম্যান, ইউগেনিয়া কুলা-অমেইউ এবং ভুয়োকাজি মেমানি-সেডিল।

সোমবার সিএসএ এক সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানায় , ‘সদস্যের কাউন্সিল হওয়ার আলোচনা হয়, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য বোর্ড সদস্যদের সবার পদত্যাগ করা উচিৎ। সেটাই তারা করেছে। সকল স্বতন্ত্র এবং অ-স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেছেন। ’

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন