বিগ ব্যাশ লিগ খেলার সুযোগ দেখছি না: স্মিথ

  31-10-2020 08:57AM


পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়া ক্রিকেট দলের তারকা ক্রিকেটার স্টিভেন স্মিথ আইপিএল খেলতে বর্তমানে আমিরাতে অবস্থান করছেন। অজি এই সাবেক অধিনায়ক চলতি বছর আইপিএলে খেললেও নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ খেলার কোনো সুযোগই দেখছেন না।

অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা চলতি আইপিএল শেষ হলেই নিজ দেশে ফিরে যাবে। সেখান জাতীয় দলের হয়ে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে লড়বে অজিরা। আর তাই লম্বা সময় থাকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। সবমিলিয়ে তাই বিগ ব্যাশ লিগের এবারের আসরে নিজের খেলার সম্ভাবনা দেখছেন না তিনি।

জৈব সুরক্ষা বলয়ে দীর্ঘ সময় পরিবার থেকে দূরে থাকতে হচ্ছে। যা ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। আর তাই বলয় থেকে বেরিয়ে কেউ পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাইলে সেটা বিবেচনা করা উচিত বলে মনে করেন স্মিথ। বিগ ব্যাশে খেলার সম্ভাবনা নিয়ে নিউজ ক্রপকে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বলেন, ‘সত্যি বলতে কোনো সুযোগ দেখছি না এবার।’

তিনি আরও যোগ করেন, ‘জৈব সুরক্ষা বলয় কেবল শুরুর দিকে। আমরা জানি না এটি কত দিন স্থায়ী হবে। সেখানে (বিগ ব্যাশ লিগ) একটি অনিশ্চয়তা রয়েছে। সবার মানসিক অবস্থা যেন ভালো থাকে, তা নিশ্চিত করার জন্য কোচ, ম্যানেজার, সংশ্লিষ্ট যে কারো সঙ্গে খোলামেলা আলোচনা হওয়া উচিত।’

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন