দেশে ফিরে গেলেন মালিঙ্গা

  19-03-2016 06:33AM

পিএনএস: হাঁটুর চোটের কাছে হেরে গেলেন লাসিথ মালিঙ্গা। চোট নিয়েই টি-২০ বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন ভারতে। অপেক্ষায় ছিলেন চোট সারার। কিন্তু বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারেননি তিনি। খেলা শুরুর আগে তাকে গা গরম করতেও দেখা যায়। কিন্তু পুরো রান আপ নিয়ে বল করতে পারছিলেন না। তাকে ছাড়াই খেলে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে। গতকাল জানা গেল, মালিঙ্গার চোট সারছে না, বরং বাড়ছে। দলের কর্তাদের পরামর্শে ব্যাটসম্যানদের ত্রাস এই পেস বোলারকে বাঁ পায়ের চোট নিয়েই ফিরে যেতে হচ্ছে দেশে। তার পরিবর্তে কে যাবেন ভারতে তা ৭২ ঘণ্টার মধ্যে জানাবেন শ্রীলঙ্কান নির্বাচকরা। বাংলাদেশে এশিয়া কাপ খেলার সময়ই পায়ের চোটটা বাড়ে মালিঙ্গার। এশিয়া কাপের চার খেলার একটিতে খেলতে পারেন তিনি। এর আগে ২০০৮ সালে ডান পায়ে আঘাত পেয়ে দুই বছর মাঠের বাইরে ছিলেন মালিঙ্গা। ২০১৪তে গোড়ালিতে অস্ত্রোপচার করা হয় তার। ৩২ বছর বয়সী মালিঙ্গা ফের সুস্থ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে। এই বিশ্বকাপের পর তিনি অবসরেরও আভাস দিয়েছিলেন। শ্রীলঙ্কার তিনটি টি-২০ বিশ্বকাপের ফাইনালে খেলার পেছনে মালিঙ্গার অবদান যথেষ্ট। তিনি এখনও টি-২০ বিশ্বকাপে সবচেয়ে উইকেটের মালিক। ৩১ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৮।


পিএনএস/বাকীবিল্লাহ্

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন