বিদেশ থেকে আনা যাবে ৮ মোবাইল

  15-12-2017 08:56AM


পিএনএস ডেস্ক: ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য বিদেশ থেকে যাত্রীরা ব্যাগেজে করে এখন ৮টি মোবাইল ফোন আনাতে পারবে।

বিটিআরসি থেকে পাঠানো এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে। ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে এটি বাস্তবায়ন শুরু হবে।

এর আগে সর্বোচ্চ ৫টি মোবাইল ফোন আনার নিয়ম ছিল। তবে যাত্রীদের সুবিধার জন্যই এর সংখ্যা বাড়ানো হয়েছে।

বিটিআরসি স্পেকট্রাম বিভাগ পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সুফি মোহাম্মদ মঈনউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি শুল্ক ও গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালককেও পাঠানো হয়েছে।

বিটিআরসির এই সিদ্ধান্তের ফলে প্রত্যেক যাত্রী প্রতিটি বোর্ডিং পাস বা সংশ্লিষ্ট ভ্রমণ দলিলের বিপরীতে ৮টি মোবাইল হ্যান্ডসেট বিটিআরসি’র অনাপত্তিপত্র ছাড়া খালাস করতে পারবেন। তবে এ মোবাইল ফোনের মধ্যে সর্বোচ্চ দুটি বিনাশুল্কে এবং বাকিগুলোর শুল্কায়নে কাষ্টমস কর্তৃপক্ষের সংশ্লিষ্ট আইন বা বিধি প্রযোজ্য হবে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন