পৃথিবীতে আছড়ে পড়বে চীনা স্পেস ল্যাব

  06-01-2018 03:35PM

পিএনএস ডেস্ক:পৃথিবীর বুকে যেকোনো জায়গায় আছড়ে পড়তে পারে ২০১১ সালে চীনের উৎক্ষেপিত স্পেস ল্যাব তিয়ানগং-১। মহাকাশে নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকা স্পেস ল্যাবটি আগামী মার্চ মাসের শেষের দিকে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।

হার্ভার্ড স্মিথসোনিয়ান সেন্টারের বিশেষজ্ঞ জোনাথন ম্যাকডয়েল বলেন, ‘তাদের অবস্থা অনেকটাই বিব্রতকর। যদিও বিপদের সম্ভাবনা কম। কিন্তু বর্তমান সময়ে এমন একটা বস্তু আকাশ থেকে এভাবে পড়তে পারে না।’

স্পেস ল্যাবটি আছড়ে পড়লে পৃথিবীর মানুষের কতটা ক্ষতি হতে তা এখনো বলা যাচ্ছে না। কারণ হিসেবে বলা হচ্ছে, পৃথিবীতে আসার আগেই বিশালাকার বস্তুটি অনেকাংশে ছোটো হয়ে আসবে, অন্তত এক ট্রিলিয়ন ওজনের কম হবে। মার্কিন বিজ্ঞানীদের মতে, বস্তুটি পৃথিবীর মানুষের উপর আঘাত হানার সম্ভাবনা খুবই কম।

ম্যাকডয়েল আরো বলেন, ‘ঝামেলা হলো তিয়ানগং-১ স্পেস ল্যাবটি পৃথিবীর ঘনবসতিপূর্ণ এলাকার উপরেই অবস্থান করে। যদি বিশাল অংশ নিয়েও যদি পৃথিবীতে আছড়ে পড়ে স্পেস ল্যাবটি, তাও খুব কমই ক্ষতি হবে। কিন্তু গত ৬০ বছরের ইতিহাসে এমন কোনো ঘটনা ঘটেনি।’

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন