সব অ্যানড্রয়েড স্মার্টফোনেই আসছে ‘অ্যালেক্সা’

  21-01-2018 12:04PM

পিএনএস ডেস্ক: যেকোনো প্রতিষ্ঠানের তৈরি অ্যানড্রয়েড স্মার্টফোনেই ব্যবহার করা যাবে ‘অ্যালেক্সা’। এ জন্য নিজেদের ডিজিটাল সহকারী সেবার নতুন হালনাগাদ অ্যাপও উন্মুক্ত করতে যাচ্ছে অ্যামাজন। বর্তমানে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনে অ্যালেক্সার অল্প কিছু ফিচার ব্যবহার করা সম্ভব।

হালনাগাদ সংস্করণের অ্যাপটি উন্মুক্ত হলে যেকোনো প্রতিষ্ঠানের অ্যানড্রয়েড স্মার্টফোনে অ্যালেক্সার সব সুবিধা পাওয়া যাবে। অর্থাৎ মুখের কথায় স্মার্টফোনে বার্তা লেখার পাশাপাশি সেগুলো নির্দিষ্ট ব্যক্তিকে পাঠানো, গান চালু, হালনাগাদ আবহাওয়ার তথ্যসহ ইন্টারনেট থেকে বিভিন্ন তথ্যও খুঁজে দেবে অ্যালেক্সা।

নতুন অ্যাপটি কাজে লাগিয়ে স্মার্টফোনের সাহায্যে অ্যালেক্সাযুক্ত বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যও নিয়ন্ত্রণ করা যাবে। অল্প কিছুদিনের মধ্যেই অ্যাপটির অ্যানড্রয়েড সংস্করণ বাজারে আসবে।

টেক প্রতিদিন ডেস্ক, সূত্র : ম্যাশেবল

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন