প্রবল বেগে হাওয়া বইছে রহস্যময় এই গ্রহে

  24-01-2018 06:31PM

পিএনএস ডেস্ক : পৃথিবী থেকে ৯৩০ আলোকবর্ষ দূরে এক রহস্যজনক উষ্ণ বিন্দু দেখতে পেলেন বিজ্ঞানীরা। একেবারে অপ্রত্যাশিতভাবেই এই বিন্দু দেখা গিয়েছে। আমাদের সৌরজগতের বাইরে অন্য কোথাও এক গ্রহের উপস্থিতির প্রমাণ দিচ্ছে এই আলোকবিন্দু।

প্রায় বছর দশেক আগে Exoplanet CoRoT-2b নামে এক গ্রহ আবিষ্কৃত হয়। সেই গ্রহেই পাওয়া গিয়েছে এই আলোকবিন্দু। এই গ্রহকে ‘হট জুপিটার’ও বলা হয়। এই গ্রহ তার নক্ষত্রের খুব কাছাকাছি রয়েছে, তাই একে হট জুপিটার বলা হয়। মাত্র তিনদিনেই এটি নক্ষত্রের চারিদিকে ঘোরা হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই গ্রহে প্রবল বেগে হাওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। নিকোলাস কোয়ান নামে এক অ্যাস্ট্রোনোমার জানিয়েছেন, এই ধরনের একাধিক গ্রহ আগেও খুঁজে পাওয়া গিয়েছে। সেগুলির সবকটিতেই পূর্বদিকে হাওয়া বইতে দেখা গিয়েছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বলেই মনে করা হচ্ছে।

পিএনএস/জে এ মোহন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন