সিম রিপ্লেসমেন্টে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবি

  03-03-2018 12:52PM

পিএনএস ডেস্ক: ফোর-জি সিম রিপ্লেসমেন্টে অনৈতিক অর্থ আদায় বন্ধ ও ইন্টারনেটের মূল্য সমন্বয়ের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। শনিবার (৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব দাবি জানায় সংগঠনটি।

মানববন্ধনে সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। এতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

মহিউদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে প্রযুক্তিবান্ধব ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ২০ ফেব্রুয়ারি চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা চালু করার জন্য ৪টি মুঠোফোন অপারেটরকে ফোর-জি লাইসেন্স প্রদান করেছে। কিন্তু থ্রি-জি নেটওয়ার্ক ও ইন্টারনেটের ধীরগতির ফলে গ্রাহকরা ফোর-জি'তে আগ্রহ হারিয়ে ফেলেছে।’

মহিউদ্দিন আহমেদ আরও বলেন, ‘তারপরও চতুর্থ প্রজন্মের সেবা পেতে পূর্বের টু-জি ও থ্রি-জি সিমগুলোকে পূর্বের নাম্বার বহাল রেখে রিপ্লেসমেন্ট করতে অপারেটররা ১১০ টাকা কোনো কোনো ক্ষেত্রে ১২০ টাকাও আদায় করছে। এটা সম্পূর্ণ অনৈতিক।’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, এক্ষেত্রে রাজস্ব বিভাগ ১০০ টাকা ভ্যাট ধার্য করেছে। পূর্বে যখন নাম্বার অপরিবর্তিত রেখে অপারেটর পরিবর্তনে ক্ষেত্রে ভ্যাট নির্ধারণ করা হয় ৩০ টাকা। অথচ ফোর-জি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে সামান্য প্রযুক্তির পরিবর্তনের একই নাম্বার একই অপারেটর থাকা সত্বেও কী কারণে ১০০ টাকা ভ্যাট আদায় করা হবে তা আমাদের বোধগম্য নয়।’

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি ফোর-জি সিম রিপ্লেসমেন্টে ভ্যাট প্রত্যাহারের দাবিতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।

পিএনএস/আলআমীন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন